Wednesday 26 April 2017

আয়না

আয়না
ইমেল নাঈম

ঢেকে দিয়েছি সব রক্ষণাত্মক আবরণে 
সিংহাসনে মুখ দেখে আঁকছি পরিসীমা
তাড়াহুড়োর ভিড়ে নেমে আসে রাত
সময় কিনেছে পকেটঘড়ির বিলাসিতা

টুকে রাখলাম হাহাকারের জন্ম সময়
রাতের নির্জনে নিঃস্ব থাকে মুঠোফোন
সময়ের করিডোরে কবিতারা ব্যর্থ হয়
থেমে যাই জয় পরাজয় আঁকতে বসে

বদ্ধ জলাশয়ের মাঝে ভেসে বেড়াই
মাছ আর আমি একে অপরের পরিপূরক
অভ্যন্তরীণ অমিলকে পাশ কাটিয়ে
সম্পর্ক খুঁজে পেয়েছে ফলিত রসায়ন।

আয়নায় মুখ দেখি, নিজেকে ব্যতীত
অন্য অবয়ব আসেনি প্রতিবিম্ব ভেঙে
নানান গল্পের ভিড়ে দীর্ঘ প্রতীক্ষার প্রহর
রাতের অবকাশ লিখি ভিন্ন রঙা কালিতে

দায়ভার এড়ালেই মিটে যায় সমস্যা
নির্জনতাপ্রিয় চিত্রকর্মকে বুকপকেটে
নিয়ে গোলকধাঁধায় ঘুরি। ভ্রম, বাস্তব;
এ’ দুয়ের পার্থক্য বোঝে কেবল আয়না।

প্রকাশকালঃ ১৩.০১.১৪২৪

No comments:

Post a Comment