Friday 14 April 2017

প্রথম সকালের কবিতা

প্রথম সকালের কবিতা
ইমেল নাঈম

রাত ফুরোলেই নতুন সকাল। বদলে যায় পঞ্জিকার পাতা। সকালের গল্পে গেয়ে চলে নতুন দিনের আগমনী গান। জনারণ্য। অদ্ভুত সমাবেশ। গ্রীষ্মের তাপদাহের সূচনাবিন্দু। মঙ্গল শোভাযাত্রা ছুটে চলে পথ থেকে পথে।

মিছিলে কেউ কাউকে চিনিনা, অথচ মনে হয় কতো আপন। একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে হেঁটে চলেছি। পত্রিকার পাতাজুড়ে সালতামামি। মধ্যবিত্তের ব্যক্তিগত হিসাব কখনোই মেলেনা। ডানা মেলা পাখির মতো সেও আজ উড়তে চায়।

প্রেমিক যুগল হাতে হাত রেখে হেঁটে বেড়ায় রাজপথে। ডিসি হিল, সি আর বি চত্তর, এম আ আজিজ স্ট্যাডিয়াম পরিণত হয় প্রেমের আদর্শ জায়গায়। ভুভুজেলার ভাড়াবাড়ি শব্দ ম্লান করে না আমাদের অংকগুলোকে।

নানা সময়ে মুষড়ে যাই প্রতিক্রিয়াশীল আঘাতে। নীরবে সহ্য করতে থাকি সবকিছু। হতাশায় মুষড়ে পড়ি বারবার। কিন্তু এমন সকালে সব শঙ্কার অবসান হয়। মিছিলের পর মিছিলে পেরিয়ে যায় স্বপ্নের উঠোন।

এমন একটি সকাল দেখার জন্য একটি জাতি জেগে থাকে সারা বছর। আঘাতের বিনিময়ে প্রতিরোধ গড়ে ওঠে।

প্রকাশকালঃ ০১ বৈশাখ ১৪২

No comments:

Post a Comment