Thursday 20 April 2017

মুখোশ

মুখোশ
ইমেল নাঈম

মুখোশ নিয়ে বাজারজুড়ে কানকথা, প্রার্থনা ঘরের
নিয়মকানুন ভেঙে কারা যেন খুলেছে চিত্র প্রদর্শনী,
শুনেছি এখন পানশালাতে ঈশ্বর মদ্যপান করেন...

উড়ুউড়ু সময়ের শ্লোক, জীবনের পাশেই মৃতের
কী সুন্দর সমাবেশ! কার চোখে পুণ্য আঁকি?
পাপ যে আঁকছে সেও হয়তো বিদগ্ধ চিত্রশিল্পী!

অনেকটা কাটাকুটি খেলার মতো শৈল্পিক ব্যথাতে
একটা বুনো ঘ্রাণ থাকে, আলোকসজ্জা রাজপথে
মনখারাপের সন্ধ্যায় যাযাবর হবার সাধ জাগে

লোডশেডিংয়ে বোকাবাক্সে সাময়িক বিরতি নামে
নাগরিক চোখ একই চিত্রায়ন দেখে দিনশেষে ক্লান্ত
ছুটছে গন্তব্যহীন পথে বিরতিহীন নাইট কোচ

কিছু শব্দ মলিন হয়, জীর্ণশীর্ণ বুকে আঁকিবুঁকি
খেলতে খেলতে নেমে আসে রূপকথার রাত,
কিছু বিষণ্ণ স্পর্শ আঁকা হয় রাতের ক্যানভাসে।

প্রকাশকালঃ ০৭.০১.১৪২৪

No comments:

Post a Comment