Tuesday 4 April 2017

বিষণ্ণ রাতের গল্প

বিষণ্ণ রাতের গল্প
— ইমেল নাঈম

রাখিনি হিসেব সময়ে — কোনো দাবী দাওয়া নেই। 
ভ্রান্ত পথ জানেনা কিছু, তবু ছুটছি অকারণে 
আহামরি নয়, মুক্তপ্রাণ আর তার উচ্ছল হাসিরা
উদ্বেল হয়ে ফিরে আসে গোপনে — পিছনের পথে।

ডুবেছে আলো, লোডশেডিংয়ে কাবু চৈতালি রাত
ফিরতে হয় বলে লুকিয়ে ফিরেছে পলাশের দল
এরবেশি কোনো কিছুই জ্ঞাত নয় — কেউ জানেনা —
একাদশী চাঁদ, ভগ্নাংশ দিয়ে লিখে রাখে প্রেম। 

মোমবাতির আলো ম্লান হয় ঘুম চোখে — আলস্যে — 
বাতি জ্বলে না ল্যাম্পপোস্টের, এ'রাত মধুর নয়
থেমে যাওয়া দেখি অনেক হিসাবের ফাঁক গলে
শহরে নেই ঝিঁঝিঁর ডাকাডাকি, মশার তাণ্ডবে
ক্লান্ত হয়ে ফিরছে শব্দরা, বিষণ্ণ রাতের গল্পে...

আমারো অনেক কথা বলার ছিলো, হলো না বলা...
প্রাপকের অভাবে ফিরে আসে তারা আমার কাছে
দৈনন্দিন ব্যস্ততার শেষে ব্যর্থতার আয়োজনে 
রাখিনি হিসেব সময়ে — কোনো দাবী দাওয়া নেই। 

প্রকাশকালঃ ২১ চৈত্র ১৪২৩
প্রথম সংশোধনঃ ৮ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment