Wednesday 5 April 2017

উলটো বাতাস

উলটো বাতাস
– ইমেল নাঈম

বাতাসে নড়ে ওঠে ধর্মের কল, কেউ গাইছে
বিতাড়িত হোক উৎসবের আয়োজন।
অলুক্ষণে বৃদ্ধাঙ্গুল বারবার ভেসে ওঠে চোখে

কেউ স্বর্গ নরকের বিনিময়ে কিনে নিচ্ছে ভয়,
বাধার প্রাচীরে রাখা কিছু গল্প, কিছু কথা
মিথলজির অন্ধ বিশ্বাসকে পুঁজি করে
কেউ লিখছে স্বর্গ নরকের হিসাব নিকাশ

ধর্মীয় সম্প্রীতি, মানবতাবোধের চিরস্থায়ী ছুটি
মিলিয়ে দিলে শুরু হয় দ্বিতীয় অধ্যায়,
এরমাঝে লিপিবদ্ধ হয় আয়-ব্যয়ের অংক।
অন্ধ মুরিদেরা দৌড়ে ফিরে পথ না খুঁজেই

চোখ নয় – কান নয় – বিবেককেও নয় 
চোখ রাখে তৃতীয় কোনো মুখের দিকে
আর তাকে বিশ্বাস করতে গিয়ে ভুলে যায়
পাঠ্য বইয়ের বাইরের যতসব ধারাপাত

ইশারায় নবান্নকে পাল্টাতে ব্যস্ত ধর্মীয় মোড়কে।
জানেনা ইতিহাস, তোঁতা পাখির মুখস্থ বুলি
পাঠ করেই দায়িত্ব পালন করে ধর্মের পাখি,
অন্য ইশারায় বন্ধ হয় আমিষের দোকান

এগুলো সফল হলে বাঁচবে ধর্মের দোকান
সেখানে রচিত হবে স্বর্গ নরকের হিসেবে 
মেরুদণ্ডহীন মানুষের রোজকার জীবন কর্ম।

প্রকাশ কালঃ ২২ চৈত্র ১৪২৩

No comments:

Post a Comment