Monday 17 April 2017

বৃষ্টির আলপনা

বৃষ্টির আলপনা
ইমেল নাঈম

একদিন সব ভ্রান্তি ভুলে ঘুরে দাঁড়াবো

চুইয়ে পড়া রক্তের দাগ মুছে যাবে বৃষ্টিতে
অভিমান নয় লিখে রাখবো অপমান — 
যারা এমন দিনে বৃষ্টিতে ভিজবেঅকারণে 
প্রেম খেলতে বসবে স্রোতে গা ভাসিয়ে 
তাদের পিছনে দাঁড়িয়ে অট্টহাসি হাসবো।

জীবনের আয়োজনে রেখে দিই দুঃখ শ্লোক
প্রতিদিনের প্রাত ভ্রমণে ভেসে আসে
সুরেলা কোরআন আর গীতার ধ্বনি।
নীতিকথা হারাতে চাইলে বেজে ওঠে সঙ্গীত

হাহাকার করা শব্দে, ধ্বনি অহেতুক
প্রতিধ্বনিত হয়ে ফিরে আসে নিজের কাছে
আয়নায় প্রতিবিম্ব দেখে সন্দেহ জাগে
চিমটি কেটে প্রমাণ করি নিজের অস্তিত্ব
বাতাসে সীসার অস্তিত্ব, তাপমাত্রা বাড়ে

রাস্তাজুড়ে ট্রাফিক সব বিভ্রম মনে হয়
দিবাস্বপ্ন বলে কোনো শব্দ নেই, তুমুল বৃষ্টিতে
আমি ক্রমাগত সবুজ রাস্তা এঁকে চলেছি।

প্রকাশকালঃ ০৪ বৈশাখ ১৪২৪

No comments:

Post a Comment