Monday 31 July 2017

আলাপন

আলাপন 
ইমেল নাঈম

হারিয়ে গেল সব সম্পর্ক, মাঝেরটুকু ছিঁড়ে
খেলো প্রতিবম্ব। আয়নায় অচেনা লাগে নিজেকে।
প্রাত্যহিক ব্যস্ততা গিলে খায় সময়ের পুরোভাগ
উপচে ভরা ভিড় ঠেলে উঁকি দেয় দৈনন্দিন শোক।

রুটিনের ভাজে লিখে রাখি পাপ পুণ্যের হিসাব
ক্যালকুলেটরের বোতামগুলো হয়ে যায় অবশ
উড়তে থাকা ঘাসফড়িঙয়ের দলে অচেনা আমি —
তাকে নিয়ে ভাবতে বসে, লেখা হয় কিছু কবিতা।

সফলতার মন্ত্রণা মুছে গেলে রক্তিম আভার জন্ম
উড়ে আসা বাতাসের ভাজে কিছু প্রহসন লুকোনো
হাতের ভাগ্যরেখা মুছে গেছে নান্দনিক অবহেলায়
মেঘের ভাজে জমাটবব্ধ দুঃখকে কী নামে ডাকি?

গল্পের মোড়কে প্রাপ্তির খাতায় শূন্যতা আঁকা হয়
শূন্যস্থান জুড়ে থাকে বিশাল এক মৌন সময়,
নীরবতার ভাজে কার নাম লেখা? কার শব্দ শুনি?
সব প্রশ্নের উত্তর হয়না, শুধুই জমাটবদ্ধ অভিমান...

প্রকাশকালঃ ১৬ শ্রাবণ ১৪২৪

No comments:

Post a Comment