Saturday 2 September 2017

কাল্পনিকতা

কাল্পনিকতা
ইমেল নাঈম

ভাবছি লিখবো। কিছুটা লিখা দরকার। জ্বলছে সিগারেট। ক্ষয়ে যাচ্ছে হতাশা। তুমি কথার মাঝেই চুপ হয়ে যাও। যেনো কল্পনায় ভেসে যাও গভীর থেকে গভীরে। বাধা দিওনা। কবিতায় প্রকাশিত আবেগটুকু মুছে দিবো ইরেজারে। ইমেজারি শব্দের বুনটে লিখে নিবো কবিতা।

পেগাসাসে ভেসে যাবে স্বপ্নের আয়োজন। রোদ চশমায় টুকে রেখেছো বিষণ্ণতার আদি সূত্র। কবিতার খাতা থেকে মুছে দিচ্ছি আমাদের চলাফেরার মুহূর্তগুলো। ক্ষয়িষ্ণু সময়ের কল্যাণে। অলিম্পাস পর্বত কাঁধে নিয়ে দাঁড়িয়েছি আমি, প্রমিথিউস চুরি করে পালিয়ে গেছে আলোর মিছিল।

মশাল নিভেছে সেপ্টেম্বরের বৃষ্টিতে। মেঠো পথে অবহেলায় পরে আছে অজস্র ভাঁটফুল। আকুল দৃষ্টি বিনিময়ে চলে যাচ্ছি অনেকপথ দূরে। অর্থ খুঁজতে খুঁজতে চুপ হয়ে গেছি। পরের গল্পে অসংখ্য ক্ষতচিহ্ন আঁকা। গুহাচিত্র লিখে রাখি পৃথিবীর আদিম সভ্যতা। যেখানে প্রথম চুম্বনে জন্ম নিয়েছিলো কসমস।

এরপর পেরিয়ে গেছে সময়, ক্লিওপেট্রার সময়টুকু পেরিয়ে গেছি। বিনোদনে আক্রান্ত হচ্ছি ভুল সময়ে। কল্পনার রস মুছে গেছে। প্রিয় সামান্থা, আমাদের দেখা হয়েছিলো ভুল সময়ে। পর্যটকের বেশে আমিও ছিলাম নীরব ঘাতক। কেবল হত্যা করেছি নিজেকে।

হলি বুকসে বিজ্ঞাপনে কোথাও তোমার নাম নেই। বন্য মদের নেশাটুকু চেড়ে উঠলেই ভুলভাল বকতে বসি। নিজেকে খুঁজতে বসে বুঝি প্রান্তিক সময়ের ঋণে প্রাপ্তি কেবল শূন্য। সামান্থা, এরচেয়ে বেশি কিছু দেয়ার নেই তোমাকে আমার।

প্রকাশকালঃ ১৮ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment