Monday 11 September 2017

চিৎকার

চিৎকার
ইমেল নাঈম

মধ্যবর্তী আলিঙ্গন আর কিছু অচেনা মুহূর্ত
লিপিবদ্ধ করতে হারাচ্ছে আবেগের শেষ বিন্দু
মুহুর্মুহু আর্তনাদে ভারী হচ্ছে চারপাশ আর
তার নিচে দাঁড়িয়ে আঁকছি বেখেয়ালি বিষণ্ণতা

কোরাসে ভাসছে চেনা গান, রিমেকের অবয়বে
বদলে যাচ্ছে অনুভূতির হিসেব। অবসরের
বিনোদনটুকু কেড়ে নিলো মুঠোফোন, তার ফাঁকে
মাথা চাড়া দিচ্ছে বৈধ কিম্বা অবৈধ প্রেমের গল্প

গোঁজামিল হিসেব খাতায়। উঠি করেও উঠিনি...
তাকিয়ে দেখি শূন্যতা গড়ে তুলছে বুভুক্ষু ক্ষত
গিলে খাচ্ছে আমার ভিতর, তীব্র দহনে পুড়ছি
হৈহৈ শব্দে পালাচ্ছি কেবল, রাখছিনা স্মৃতিচিহ্ন।

সময়ের কাছে বন্দী। মুক্তি খুঁজতে পেরুচ্ছে দিন
ঋতু বদলায় প্রহসনে, থাকে আর্তচিৎকার

প্রকাশকালঃ ২৮ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment