Saturday 9 September 2017

নিঃসঙ্গতা আর তুমি...

নিঃসঙ্গতা আর তুমি...
ইমেল নাঈম

বিষণ্ণতার লুকোচুরি খেলায় উড়িয়ে দিই ধোঁয়া
চশমার লেন্স জুড়ে খেলছে এক সমুদ্র নিঃসঙ্গতা
উড়ে যাবার প্রাক্কালে কার চোখ দেখেছিলে?
পুরোটা দেখাইনি, কিছু আছে অপ্রকাশিতভাবে।

মেঘের ভাজে জমাটবদ্ধ আনন্দ... চুইয়ে পড়ছে
নগ্নতার আলিঙ্গন — বাঁধার প্রাচীরে আঁকছি
নিঃসঙ্গতার ক্যানেস্তারা। উড়ে যাচ্ছে পরিযায়ী...
প্রান্তিক স্পর্শেও বিষাক্ত চুম্বন থাকে লুকিয়ে

খুলে দেখিয়েছো সবটুকু, মনের ভেলায় ভাসছি
ওল্ড মংকের শূন্য বোতল, আর জ্বলন্ত সিগারেট
This is not the proper time to get you
How much time, I'll waiting for...

শরৎ খেলছে বাহিরে, ভেতরে বসন্তের আঁচড়
ক্ষতবিক্ষত সময়ের প্রলাপ, রাসায়নিক বিক্রিয়ায়
ফলাফল শূন্য, ক্লান্ত দাগের তীব্র অবসেশন
পিচ্ছিল সময়ের হিসাবে কে কতটা অপরাধী!

প্রশ্ন করে যাচ্ছি নিজেকে, নগ্নতার উপাখ্যানে
তুমি হয়তো অভিজ্ঞ, অন্যদিকে আমি আনাড়ি
বিষণ্ণতার গল্পের শেষে তুমি ভুলে যাও স্পর্শ।

প্রকাশকালঃ ২৩ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment