Thursday 21 September 2017

কবিতার ডায়রি

কবিতার ডায়রি
ইমেল নাঈম

প্রাক্তন প্রেমিকাকে লেখা কবিতার ডায়রিটা ফেলে দিয়েছি ডোবায়। তার আগে হত্যা করেছি বিনিদ্র রাতের অনুভাব। কাঙ্ক্ষিত দরজা বন্ধ দেখে অপেক্ষায় কাটিয়েছি বিকেল। ক্লান্তি মাখা শার্টের গায়ে লেপে দিয়েছি অবহেলা। তার উত্তাপ কমলে বেজে ওঠে আশাহত গান।

প্রান্তিক জীবনে কোথায় হারিয়ে গেলো সুখের অনুরণন? নিজেকে ঢেকে দিয়েছি লৌকিক চাদরে। রোদ চশমায় ঢাকা চোখ। আহা... ম্লান সময়ের বুকে ক্ষতরা জেগে ওঠে আজও। কীইবা হতো যদি বিচ্ছেদের ম্যাজিকটা না দেখতাম। কবিতারা স্যাক্রিফাইসের আনন্দে আত্মাহুতি দিলো তীব্র অপমানে। ধনুর্বিদ্যা শিখিনি অথচ কী নিপুণ লক্ষ্যবেধ! ছিঁড়ে গেলো জীবনের আয়োজন।

দুরমুশ আয়োজনে অপ্রাপ্তির কাছে ফিরি। অভিনয় আর বাস্তবকে অনুধাবন করতে করতে হারিয়ে ফেললাম ঠিকানা। অপরাধের পরিমাপক জানা নেই। জানলে নিজেকে মেপে নিতাম সেই মাপকাঠিতে। ভালোবাসার বেঞ্চমার্কের গায়ে লেপটে দিয়েছিলে কালিমা। প্রতিদানে মেলেনি কোনো উপহার।

কবিতাকে উপহাস করো না প্লিজ। কবিতার ডায়রিটা তলিয়ে গেছে মাটির স্তূপের নিচে। বিনিময়ে সেখানে গড়ে উঠেছে ফুলের বাগান। অসংখ্য প্রজাপতির মিলনমেলা। হয়তো সেখানে তারা গড়ে তোলে নিজেদের মধ্যে প্রণয়। কবিতা হয়তো কোনোদিন তোমার কাছে যেতে পারেনি। কিন্তু কারো শরীর তো ছুঁতে পেরেছে অলক্ষ্যে।

প্রকাশকালঃ ৬ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment