Monday 18 September 2017

হিসাবের খাতায়

হিসেবের খাতায়
ইমেল নাঈম

যাত্রাপথে চলে যাচ্ছে সময়, দুলদুল ঘোড়ায়
কেঁপে উঠছি বারবার, নিজের ভিতরে শূন্যতার বাস
শ্লোগানে মুখরিত জীবন, এরপরেও মায়াবী ঘ্রাণ
বহুদিন আগে বাস্তবের কাছে যুক্তি হেরে গেছে।

পরিচয়ের ভিড়ে লুকিয়ে আছে কৃষ্ণকাল
অপরিচিত কণ্ঠস্বর জানান দেয় একাকীত্ব
বিভ্রমের মায়াজাল পেরিয়ে যায় ত্রিভুবন
দশদিকের প্রতিধ্বনি নিজকানকে করে আহত।

শূন্যতায় মিশে যাবো — হিসেবের খাতায় নাম
রঙিন ছবি ক্রমশ হবে সাদাকালো, ভোরের গল্প
লিখার জন্য কেউ থাকবে না বেঁচে, হতাশার
বিনিময়ে বিক্রি করে দিবো নিজেকে। চুপচাপ
নেমে আসবে নিজের সাথে করা আলাপনগুলো

হাহাকারের রঙিন ছবি। ভুলে যাওয়া রোগের
হিসেবে নিজের ঠিকুজি হারিয়েছি এতদিনে
উপচে পড়া সময়ের গল্পে নিঃসঙ্গতার প্রলাপ
পালাচ্ছি বলেই হিসেবের খাতাজুড়ে বিষণ্ণতা।

প্রকাশকালঃ ৩ আশ্বিন  ১৪২৪

No comments:

Post a Comment