Monday 4 September 2017

স্থবির কিংবা প্রতীক্ষা

স্থবির কিংবা প্রতীক্ষা
ইমেল নাঈম

স্থির মেঘপুঞ্জ, ম্লান মুখে রয়ে যায় বিষণ্ণতা। কালো চশমায় ঢাকা চোখ, একহাতে আয়েশি ভঙ্গিমায় জ্বলছে তামাক। অন্যদিকে ক্যামেরার ট্রিগারে আঙুল।

কার দিকে তাক করে রেখেছ ধাতব আস্ফালন। বিমূর্ত দৃশ্য আঁকবে বলেই কী এখনো বৃথাই রাত জাগছো! স্পর্শ আঁকবে কোনো এক প্রেমিক জেগে থাকে নির্ঘুম রাতের শেষে। নির্বাক দৃষ্টিতে পড়ে নেয় ব্রেইলে লেখা কবিতা।

দিন পড়ছে ভূগোল। ব্রহ্মাণ্ডের খোলা মাঠ আর তার উপরে জমাটবদ্ধ দেশলাইকাঠি জানান দেয় ক্লান্তির অবকাশ। ছিঁড়ে ফেলে মেকি আয়োজন। না ফেরার দলে ফিরে যায় পাখি।

বাধা দিওনা ওভাবে, কেউ হয়তো ফিরবে না ঘরে। ভেসে আসে দুঃখের প্রাচীন সুর। আহত হয়ে ফিরে আসি। শূন্য ঘর, ধুলোজমাট থাই গ্লাস। ভেন্টিলেটরে চড়ুই দম্পতির বসত। মন গাইছে দুঃখ জাগানিয়া গান।

অচেনা বালিকা আলসে দুপুরের গান থামাও, চোখ থেকে সরিয়ে দাও কালো চশমা। দেখতে চাই চোখের বর্ণ... সময় বয়ে যায়... পেরিয়ে যায় প্রতীক্ষার সময়। অলস বসে থাকতে থাকতে পেরিয়ে যাচ্ছি মায়াকানন।

প্রকাশকালঃ ২০ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment