Saturday 16 September 2017

জিঘাংসা জীবন

জিঘাংসা জীবন
ইমেল নাঈম

রক্ত প্লাবনে লেখা অনেক কবিতাই
মুছে গেছে জীবনের বিনিময়ে, আর্তনাদে ঘুমোচ্ছে
তারা বইয়ের পাতার কঠিন বাক্যবিন্যাসে।
প্রাণ ফেরি করে আসা মানুষ, তাকে কীভাবে
রাঙাও ধর্মের রঙে! শিল্পীর ক্যানভাস ধূসর।

সেখানে প্রাণ নেই। আছে তীব্র ভয়। প্রাণ বাঁচানোর
তাগিদে বারবার কাটাছেড়া করছে নিজেকে,
পাহাড়ের দুর্গমতা, জলের শ্রোত পেরিয়ে আসে
জনস্রোত। বাঁধা দেবার শক্তি নেই, সামর্থ্য নেই।
প্লিজ, শুধু ধর্মের বাঁধনে বেঁধোনা মানুষকে আর।

মজলুম মরে যায়। মুহূর্তে শাসক হয়ে ওঠে শোষক।
ভুলে যায় অতীতের কথা, জেল জীবনই গায়
মানবতার সঙ্গীত। এরপর থাকে জিঘাংসু জীবন।
ধুলোয় মিশিয়ে দিচ্ছো জীবনের আলাপন
কোথাও ওড়েনা শাদা পায়রা। সুইডেন পদকও
নিরুপায়, মৃত্যুর সামনে জীবন কতো অসহায়!

হয়তোবা মুছে যাবে অনেক শরীর, নাফের জলে
ভাসবে অচেনা শিশুর দেহ, দিনশেষে পাপপুণ্য'র
খেলায় লেখা হবে মানুষের নাম, অকপটে ধংস
হবে আমাদের প্রান্তিক জীবনের আনন্দ,
সঙ্কুচিত হতে হতে একদিন আকাশ দেখবোনা
সেদিন হয়তো অভিশপ্ত জীবন ডাকবে বারবার।

এতো প্রাণ হত্যার দায়ে তুমি কী ঘুমোতে পারবে?
নাকি ছটফট করে নিজের প্রায়শ্চিত্ত করবে...

প্রকাশকালঃ ১ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment