Friday 22 September 2017

পাখিদের সঙ্গীত

পাখিদের সঙ্গীত
— ইমেল নাঈম

কোলাহলের শেষে লিখি বিরতিহীন ঘুমের জন্ম
চুপচাপ নেমে আসে রাত, আঙুল ছুঁয়ে জমে —
জমতে জমতে সৃষ্টি হয় অভিমানের মেঘ
শিউলির দেশে মাছেদের অভয়ারণ্য নেই
প্রজনন তত্ত্বের ভুল থিওরি কপচায় পাঠ্যবই।

মণিমুক্তার আবরণ খসলে দেখা মেলে সত্যের
জীর্ণশীর্ণ শরীরে একক মঞ্চাভিনেতা হয়ে
ক্রমাগত সংলাপ আওড়ে যাচ্ছেন নির্ভয়ে
উত্তাপ কমলে কিছু চিহ্ন থাকে — ক্ষত দেহে
পরাজয় ভুলতে মেঘের গায়ে আঁকি উত্তাপ।

উল্কিতে ভরেছে শরীর — অদ্ভুত চিত্রাঙ্কন
ছুঁয়েছে রাজপথ। মেঘের দেশে পাখিদের
আশ্রয় নেই। সভ্যতার নামে শিখেছে বিচ্ছেদ
পলেস্তারা খসা সমাজ প্রশ্নবাণে জর্জরিত নয়,
আশ্চর্যবোধক চিহ্ন আটকে দেয় বারবার।

ক্লান্তির বিনিময়ে কিনছি অখণ্ড অবসর
বেচাকেনার অংকে আমি নিজেও মুসাফির
উড্ডীন মেঘের গলায় পরিযায়ী প্রার্থনা নেই
পাখিরা সঙ্গীত ভুলেছে বিসর্জনের মন্ত্রপাঠে।

প্রকাশকালঃ ৭ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment