Thursday 28 September 2017

প্রলাপ - ২

প্রলাপ - ২
ইমেল নাঈম

পথ থেমে যায়। অনুভূতি হারিয়েছে গোপনে।
দিন ভিজেছে অসময়ের বৃষ্টিতে, ক্লান্তির শহরে
লিখছো উৎসব। চোরাবালিতে ডুবছে শরীর।
নষ্ট হবার গল্পগুলো মোনাটনাস ভঙ্গিতে লেখা,
হাতঘড়িতে বদলায় সময়, কার্নিশজুড়ে সন্ধ্যা।

ছুঁয়ে দেখার অপরাধে ঝরেছে টবের ফুল
প্লাস্টিকের স্টিক ফুলদানির শোভাবর্ধক যখন
তখন সারাদিন ধরে নীরবতাই আঁকতে হয়
ফুলের দিকে তাকিয়ে লিখি নিষ্প্রাণ কবিতা
বিনিময়ে মেলেনা প্রাপ্তি, শূন্যতাই প্রধান ভরসা

রাজপথ নষ্ট হয়েছে অতিবৃষ্টিতে, জোয়ারে
ডুবেছে আমার শহর, ভ্যানিসের স্বাদ কল্পনা
করতে করতে উপভোগ করছি জীবনকে
লোডশেডিং আর চড়া বিদ্যুৎবিলের মাঝেও
ভাবছি প্রেম আর অপ্রেম, আঁকছি পোট্রেট।

শরতের আয়োজনে কতটা রাঙালো জীবন
ব্যস্ততার ফাঁকগলে ঢুকে পড়ে তৃতীয়পক্ষ
নিয়নলাইট ম্লান হয়, ইউটিউবে ধ্রুপদী গান...
নিমন্ত্রণ করিনি, অথচ রাতটি প্রধান অতিথি।

প্রকাশকালঃ ১৩ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment