Friday 15 September 2017

ভুল কোরাস

ভুল কোরাস
— ইমেল নাঈম

খেলাঘরে শূন্যতা আঁকছি! ইউটিউবে ঝুলছে মোজার্ট
বিষণ্ণ দিনের স্বরলিপিতে কিছু শিহরণ লুকোনো আজো
হারিয়ে যাবার প্রাক্কালে গোপন ক্ষতগুলোকে ঢেকে দিও
জাজ্বল্যমান শব্দের কাছে বেদনাদের মৃত্যু দেখি বারবার

থেমে যাওয়ার মন্ত্র পাঠ করি অসময়ে
প্লেনচ্যাটে কেটে যায় নিঝুম দিনের সারগম
পোষা বিড়ালটিও ঘুরে ফিরে আসে স্বপ্নে
দুঃস্বপ্নের সঙ্গীত গাইতে গাইতে তারা হারায়

পৃথিবী থমকে দাঁড়াও,
থামিয়ে দাও সুন্দরের সব কোরাস
সঙ্গীতের মৃত্যু ঘণ্টা বাজুক প্রতিদিন
মানুষ আয়নার সামনে দাঁড়াবে না কখনো

বদলে ফেলার নিমিত্তে বদলে গেছে চারপাশ
কথার কথাদের মূল্যায়নে বদলাচ্ছে সমাজের ভাঁড়
ত্যাগের সংজ্ঞা লেখা হয় দু'ফোটা অশ্রু বিসর্জনে

ঘর থেকে বেরিও না কারণ এখন সময় ভালো না
সামলে চলো পা — এখন সময় অনুকূলে নয়
অপেক্ষায় থাকো পা, সুদিনের দিবাস্বপ্নের আশায়

প্রকাশকালঃ ৩০ ভাদ্র ১৪২৪

No comments:

Post a Comment