Tuesday 26 September 2017

প্রলাপ - ১

প্রলাপ - ১
ইমেল নাঈম

সুস্পষ্ট অভিমানের মেঘ, হারিয়ে যাবার পূর্বের প্রস্তুতি
শূন্যতার পরে থোকায়থোকায় সাজানো মিথ্যে প্রহসন

তুরীয় সময়ে নানা খানাখন্দ দেখে নিতে পারো
মৌলিক সময়ের আয়োজনে ব্যস্ত নিঃসীম অন্ধকার।
বাতিঘরে নেই শ্লোগান, পিছুটানে পেরুচ্ছি শেকড়
শিখরে ওঠার অভিপ্রায়, সত্যমিথ্যার হিসেব কবিতায়।

গড়িয়ে যাচ্ছে সময়, বদলে যাচ্ছে প্রেক্ষাপট
সাজঘর নেই, আলগা কোনো আস্তরণও লাগেনি
তবুও সার্কাসের ক্লাউন আর রিংমাস্টারের অভিনয়
দিনশেষে হাতে তালি মেলাটাই একমাত্র সম্বল

ভিতরের বিষটুকু উপড়ে নিলে কী থাকে অবশিষ্ট
জানা নেই মানব বিজ্ঞানের জন্মকথা, গুহাবাসীর
নানান আঁকাজোকায় খুঁজে নিচ্ছো শৈল্পিক আবরণ

কর্পোরেট মূকাভিনেতা নিজেকে উজাড় করে দেয়
দুবেলা আহারের সন্ধানে। প্রেমিকার চুম্বনগুলোকে
লিপিবদ্ধ করিনি কবিতায়, দিনান্তের গল্পে কেবল ভুল,
যাপিত জীবনের বিনিময়ে রাখিনি কোনো অভিযোগ।

প্রকাশকালঃ ১০ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment