Tuesday 26 September 2017

দুঃখের আমলনামা

দুঃখের আমলনামা
ইমেল নাঈম

নিষ্কণ্টক জীবনের রূপরেখা আঁকতে বসে হারিয়ে গেছি। কথার ফাঁকফোকর গলে বাজছে অচেনা অর্কেস্ট্রা। সুরের ভাজে লুকিয়ে সর্বনাশা সঙ্গীত। অভিযোগের পারদ নামলে কোথাও বৃষ্টি হয়। উৎসবের সময়টুকু ভেসে যেতে পারে। কীর্তিনাশা সংলাপে দুমুঠো সময় রেখো আমার জন্য। এরবেশি এক শস্যকণাও নয়।

না পাওয়ার তালিকা সহস্র ছুঁয়েছে। পঞ্জিকার দিন বদলেছে সমান্তরালে। বিপ্রতীপ দ্বন্দ্বে রেশ টেনে ধরেছি সেই কবে... অলিম্পাস পর্বতকে কাঁধে নিয়ে আছি ভুলের কাফফারা হিসেবে। সমগ্র পৃথিবী যেনো সপে দিতে চাইছে নিজেকে। আত্মসমর্পণ করতে শিখে গেছে ত্রিভুজের সূত্র। ব্যর্থতায় মুখ লুকোচ্ছে ইন্টিগ্রাল ক্যালকুলাসের যত অদ্ভুত নিয়ম।

ভুল সূত্রের মাশুল দিচ্ছি পড়ন্ত বিকেলে। আয়নার সামনে দাঁড়িয়ে প্রশ্ন করি নিজেকে। কূজনে, হিল্লোলে নিজেকে বেমানান লাগে। শাপমোচনের জন্য নিজেকে দাঁড় করাই অপরাধীর খাতায়। শালিসি মঞ্চে সবাই সার্কাসের রিং মাস্টার। ভুল জায়গায় খেলা দেখাতে চলে এসেছে।

কর্ণফুলীর জলে নিজেকে ভাসাই। উড়ছে অচেনা ফানুশ। নদীর ওপাড়ে কোজাগরী রাত। উৎসবের রঙ দেখছি শুধু। মুঠোফোনে ভাসছে কুমার বিশ্বজিৎ। পাহাড়ি মদের প্রতিক্রিয়ায় কোনো উপসংহার নেই। বিনিময়ে লিখে চলেছি দুঃখের আমলনামা।

প্রকাশকালঃ ১২ আশ্বিন ১৪২৪

No comments:

Post a Comment