Tuesday 10 July 2018

উদ্বাস্তু শিবির

উদ্বাস্তু শিবির
ইমেল নাঈম
(উৎসর্গঃ শাকিরি, লুকা মদ্রিচ, ইভান রাকিটিচ)

অজান্তেই খাকি পোশাকের পাখিরা উড়ে আসছে আমাদের দিকে
প্রাণের মায়ায় চোখ এখন স্বপ্নহীন, ছেড়ে এসেছি জন্মভূমি
নতুন দেশ, নেই আপন কেউ... সবকিছু অচেনা মানুষ, ভাষা
খুব বেশি কিছু প্রত্যাশা নেই, ফিরে যাবার মুহূর্ত অজানা...

জানিনা শেষ কবে ইগল পাখি, ভূমির ডাইনোসরের দৌরাত্ম্য
রিফিউজি ক্যাম্পে স্বপ্ন দেখতে মানা, তবুও স্বপ্ন আসে
সুশৃঙ্খল নয় কোনোকিছু, লাইনে দাঁড়াই সকালবিকাল
রেডক্রসের গাড়ীগুলো ভেঁপু বাজিয়ে আসে নিয়মমাফিক
আমরাও শিখে ফেলি পৃথিবীর সাথে লড়াই করার শিক্ষা

রিফিউজি ক্যাম্পে কোনো ফুটবল নেই, হাহাকার আছে,
খাবারের কষ্ট ভুলতে গিয়ে জড়িয়ে যাচ্ছি অকারণে
সারাদিন ক্যাম্পের সবার সাথে দৌড়াদৌড়ি, খেলেই কাটছে
অথচ জানে না সামনে আলো না অন্ধকার অপেক্ষারত
ফুটবলের মাঝেই ভুলে গেছে তারা উদ্বাস্তু হবার কষ্ট

সময় পেরিয়ে যায়, দানব ইগল, ডাইনোসরের বিলুপ্তি ঘটে
স্বাধীনতার শ্বাস নিয়ে ফিরে যায় মানুষ তার ঘরে
ছোট্ট শিশুটিও ফিরছে ঘরে, সাথে স্বপ্ন, হাতে ফুটবল।
বল তার পা ছুঁলে স্বাধীনতার গল্প লেখা হয়ে যায়,
ফুটবল হয়ে ওঠে রাজনৈতিক... নিপীড়িতের হাতিয়ার।

No comments:

Post a Comment