Monday 30 July 2018

ভালবাসার রূপ রোমন্থন

ভালবাসার রূপ রোমন্থন
ইমেল নাঈম

হেরে যাওয়ার গল্পগুলো পালিয়ে যায় আড়ালে
নিদ্রা যাপনের ফাঁকে বিমূর্ত দৃশ্যপট আঁকছে
বিষণ্ণতার দিনরাত্রি। পোষা পাখির সঙ্গম দেখার
অপরাধে কাঠগড়ায় দাঁড়াতে হয়নি এখনো।

নির্ঘুম রাতের চাদর খুলে নেয় অব্যক্ত কথা
চাঁদের পেয়ালায় ঝরে পড়ে নীরব অনুভব
নির্বাক কথোপকথন অথবা ঈর্ষান্বিত পর্দা ভেদ
করে অকারণে হেসে উঠেছে আমাদের অলক্ষ্যে

কথার প্রাচীর নেমে যায়, সৌখিন পিয়ানোয় ঝঙ্কার।
আবার এমন হতে পারে— গহীন নীরবতার ফাঁকে
নৈঃশব্দ্য সঙ্গীতের মাঝে ঝুলতে থাকা কথাদের
আবিষ্কার করে ফেলি অবচেতন অনুভাবের রেশে
নিজেকে প্রশ্ন করিনি, তোমাকেও করিনি আড়াল।

চুপচাপ থেমে যায় দূরের পথে, নিঃসঙ্গ চাঁদ
ডুবে যেতে যেতে রেখে যায় কিচিরমিচির শব্দ
তবু চুপসে যায় দিনের আলো ফোটার আগেই
নীরবে রেখে যায় কিছু শিহরণ— অব্যক্ত প্রেম...

No comments:

Post a Comment