Monday 23 July 2018

নিজস্ব

নিজস্ব
ইমেল নাঈম

মলিন দুঃখবোধ। বারবার উড়ে আসে হিংস্র তির।
অপরাধী নই, তবু কাঠগড়ায় দাঁড়াতে শিখে গেছি
ম্লান মুখের হাসি দিয়ে বুঝিয়ে দিচ্ছি বিষণ্ণতা,
এখন চোখে চশমা পরে থাকি— লাল নীল রঙা
যাতে কেউ নির্মম শূন্যতা বুঝতে না পারে,
বিচ্ছুরিত আলোকরশ্মির কাছে শিখে নিচ্ছি সব।

কোমল ভুলে নির্ভরতার সূত্রগুলো ব্যর্থ হচ্ছে 
খেলাচ্ছলে ভেঙে যাচ্ছে, অনিচ্ছায় চাপছি মুখোশ
চোখেমুখে বিরক্তি ঝরছে, মিশছে মাটির সাথে
নিজেকে প্রশ্ন করতে করতে ক্ষয়িষ্ণু পাথরের
মতো মিলিয়ে যাচ্ছি কর্পূরের ঘ্রাণে, ভ্রম নিয়ে।

রেশ নিয়ে দৌড়ে চলেছি। শালবন পেরিয়ে যাচ্ছি
আনন্দ ভরা মুহূর্তগুলোর উপর বিশ্বাস করে লিখছি
ভুলে ভরা কিছু শব্দ বিন্যাস, বাড়াবাড়ি করছি...
নিজেকে মুছে দিচ্ছি ইরেজারে, আবার আঁকছি
অর্থহীন অবয়বে— বালুচরে গড়ি তাসের প্রাসাদ,
নীরবতা ভাঙার বিনিময়ে জাগছে দুঃখবোধ।

প্রাচীন দুঃখগুলোকে বিনির্মাণ করে ফেলি
হেলায় ফেলায় হারিয়ে ফেলছি নিজের সবটা
নীরবতা ভাঙে... হেলায় হারাচ্ছি সব...
কিছুটা ঋণ নিয়ে চুপচাপ বসে থাকি একাকী
অন্বেষণে উঠে আসে সমুদ্রসমান নিস্তব্ধতা...

No comments:

Post a Comment