Tuesday 17 July 2018

উৎসবের মুহূর্ত

উৎসবের মুহূর্ত
ইমেল নাঈম

থেমে যায় খেলাঘর, মন কেমনের উৎসবে
স্পন্দনগুলো স্পর্শক এঁকে উড়ে যায় পূর্বদিকে
মানুষ রোজকার হিসেবে ব্যর্থ। প্রতিক্ষার ফাঁকে
ভাঙে সাজঘরের সাজানো গোছানো সরঞ্জামাদি।

মুখোশ দেখেই প্রেমে পড়ি, মুখ সাঁটা কালো রঙে
আলোকচ্ছটা, রঙিন ছবি, চটকদার বিজ্ঞপ্তি
দেখে মোহাচ্ছন্ন হই, ফিরে আসে পুরনো হিসেব
নামতার শেষ বাক্যে শুধু পৌরাণিক কেচ্ছা বাকী...

বকেয়ার খাতায় জমাট অভিমান, গল্প শেষে
রয়ে যায় দৈনন্দিন দুঃখ, রেজাল্ট মানে ব্যর্থতা
কোনো শব্দ নেই, সাড়াহীন মুহূর্তগুলো লিখছে
পাঁচ ফর্মা ব্যর্থতা সমগ্র, আঘাতে আহত হই

জর্জরিত জীবন। শ্লোগানে ভুল বাক্য উড়ে আসে
কোথাও সুখের দেখা নেই, গ্লানিকর উৎসবে...

No comments:

Post a Comment