Friday 6 July 2018

মধ্যবিত্ত কবিতা

মধ্যবিত্ত কবিতা
ইমেল নাঈম

বিবেকের দরজাটা একবার খুলে দেখো
বুঝতে পারবে ঠিক কতটা পচেছে দুটো চোখ
অন্ধত্বের দাসত্বে আটকে ফেলেছ কলম
সত্য আটকে গেছে মাথা নোয়ানোর অভ্যাসে

গলার ঢেকুরটুকু গিলে ফেলে প্রেমের কবিতা
লিখো, ন্যায়ের পথে কলম থাকুক বিচ্যুত
কী হবে লিখে— সবার উটপাখির অভ্যাস...

মুখ লুকিয়ে ফেলে যখনতখন, একটু আঁচড়
লাগতে দেয়না গায়ে, বাহিরের খোলসে লিখছে
প্রেমের কবিতা। রক্তপাতে আহত হচ্ছে না
স্পর্শ করে না এতো চিৎকার, সমর্থন বাড়ুক
অন্ধকারের, নিজের পিঠ বাঁচাতে ব্যস্ত কেবল...

আগুনের লেলিহান শিখা, দাউদাউ করে নিভে
পুরোটা নিভে গেলে থাকে নিঃসীম অন্ধকার,
নিভেছে আলোর গান, পড়ে থাকে অভিশাপ
দুচোখে দৃষ্টি নিয়ে অন্ধত্ব। বাক-হীন মুহূর্তরা
দাসত্ব কিনে ফেলে। নিজের গায়ে আঁচড় মাপতে
গিয়ে প্রতিবাদ করতে ভুলেছে মধ্যবিত্ত কবি,

অজান্তে কবিতাদের বেচছে সরকারী নিলামে...

No comments:

Post a Comment