Tuesday 3 July 2018

ব্যথার কৃষক



ব্যথার কৃষক
ইমেল নাঈম

ঝরা পাতার বর্ণহীন স্পন্দন শুনি
মুছে গেছে বৃষ্টি দিনের মুগ্ধতা
শব্দ বুনটে আটকেছে রেশমি সুতো

নিজের খেয়াল রাখা হয় নি কখনো
অন্যকে দেখতে গিয়ে হারিয়েছি খেই
ক্যালকুলেটিভ, সূক্ষ্ম অঙ্ক
বাজিয়ে যাচ্ছে রাতের সাইরেন
কিছু বিষণ্ণ বাক্যের ব্যর্থ অবয়বে

পথের শেষটুকু মিলিয়ে গেছে দূরে
কথার বুননে গোপনীয় এক মায়া
অবশিষ্ট মলিন মুখটিও মিলিয়ে যাচ্ছে
দূরের ক্যানভাসে বিমূর্ত আয়োজনে

ক্রমাগত মানুষগুলো ঝাপসা হচ্ছে
দূরে গেলে গাছের মতো দেখায়
কত একানিঃসঙ্গ দাঁড়িয়ে বৃক্ষরাজি

সময়ের বুকে কান পাতলে তাদের
দীর্ঘশ্বাস বাজে, শুনি কিছু কালো ব্যথা

সময় পেরিয়ে যায়
ব্যথারা আপন হয়
করি অচেনা ব্যথার চাষ।

No comments:

Post a Comment