Sunday 8 July 2018

রাতের সঙ্গীত

রাতের সঙ্গীত
ইমেল নাঈম

ছিমছাম নীরবতা ছুঁয়ে দিয়ে যায় প্রথম আঙুল
ইশারায় লিপিবদ্ধ— অজস্র অপ্রকাশিত ঋণ
নিজেকে খুঁজে ফিরছি হারানো সময়ের পরতে

কতটা সময় পেরলে ঝাউবনজুড়ে নৈঃশব্দ্য রাত
পাখিদের কলতানে শোনার ইচ্ছেতে ঘুমহীন,
নির্ঘুম রাতের ভাষা পড়ছি বিনয়ী অনুরোধে

প্রতিমুহূর্তে উপভোগ করেছি রাতের সৌন্দর্য
বিষণ্ণতার বিপরীতে আশার আলো হাতড়াই
মনহরা স্মৃতির কোরাসে ল্যাম্পপোস্টটিও মত্ত
শুধু একুরিয়াম ভর্তি মাছের স্বাধীনতা মাপি।

বেজে ওঠে আলোকধ্বনি, সকালে এসে থামে
রাতের সকল আয়োজন— সত্য মিথ্যার খেলায়
অসমাপ্ত ফলাফল নিয়ে বেঁচে থাকি প্রতিদিন...

রাত সঙ্গীতের ব্যাপকতা অনেক, হৃদয়পুরে
বুনে দিয়ে যায় অন্যরকম নকশা— বাম পাশে
জন্মানো ক্ষতস্থানের প্রলেপ মুছেছে আচমকা।

No comments:

Post a Comment