Friday 13 July 2018

১৩ জুলাই ২০১৮

১৩ জুলাই ২০১৮
ইমেল নাঈম

সমান্তরালে দাঁড়িয়ে নৈসর্গ মাপি। সভ্যতা মুছলে
কঙ্কালসার সময় উঁকি দেয় ভরাট যৌবনে
স্মৃতির খোলসে আটকে রেখেছি পাপ পুণ্য
মুখে বিষের পেয়ালা আর ভাবছো অমরাবতী...

কবিতায় ডাক দেয় কল্পিত প্রাচীন ইতিহাস,
আঙুলের দাগ মুছে গেছে গণতান্ত্রিক আবেশে
স্বাধীনতা স্বাদহীন হতে হতে ধূসর— গভীর
আঙুল উঠে আসে এখনো সময়ে বা অসময়ে

আকাশ দেখতে ভুলে গেছে তরুণের দল
দুশো বছরের শিক্ষা গোলামি— ব্যবহারিক ক্লাস
শেষে আকাশ থাকে মুঠোয় ভরা, অকারণ চিৎকার
দেখে ভাবি আকাশ হওয়া উচিৎ ছিলো বিশাল।

আমরা হিসাব করি দৈনন্দিন জীবনের অঙ্ক...
মুদ্রাস্ফীতি, ক্রমাগত উচ্চ জীবনযাত্রার ফাঁকে
কমে গেছে জীবনের দাম—তার মাঝে প্রাপ্তিগুলো
অবহেলায় হারায় ভুল তর্জনীর ক্ষিপ্ত অভিপ্রায়ে,

আমরা ইদানীং হিসেব করি বাসভাড়া, ডাইনিং...
শিল্পায়ন খেয়ে গেলো ছোট্টোবেলার মামদো ভুত
সরকারি চাকরি খেয়ে নিলো চতুর অংকবিদ
পশ্চিমে হিজরত মানে দেশপ্রেমের টানাটানি,

কোথায় যাবো? নরকে হয়তো আছে রিজার্ভেশন...
স্বর্গকে অনেক আগেই ব্রাত্য করে দিয়েছি
আর বাকী নেই একবিন্দু মাটি, একটা স্বদেশ...

No comments:

Post a Comment