Saturday 7 July 2018

জীবনের অন্য গান

জীবনের অন্য গান
ইমেল নাঈম

হেরে যাওয়ার পূর্ব মুহূর্তে কিছু জটিল বাক্য থাকে...
শব্দের পর শব্দ, বাক্যাংশ আর যতিচিহ্নের ব্যবহারে
ঠিকই বেজে ওঠে প্রাচীন ঘড়ি, দেয়ালে টাঙানো
পোর্ট্রেট, অয়েল পেইন্টিংসের ল্যান্ডস্কেপ কিছু ছবি
ঘুরে ফেরে একই বৃত্তে— শিহরণ নিয়ে বুকে ধরে।

উন্মাদনা কমে যায়, চুলের বিবর্ণ হবার ইতিহাসে
রয়ে যায় মূর্ছনা সঙ্গীত, পিয়ানোয় টুংটাং, ব্যাঞ্জোর
ব্যাঞ্জনা দৌড়ে চলে বুকের বাঁপাশটায় দীর্ঘ সময়...
নিজেকে এতটা আস্থাহীজন মনে হয়নি, ক্লান্তি নামে
চোখে, খাতায় আঁকা কা র্টুনগুলো বিদ্রুপ করে

মেডিটেশনের শেষে অদ্ভুত অনুরণন থেকে যায়
নিজেকে নিয়ে ব্যস্ত থাকতে থাকতে ভুলেছি দিন,
রাতের হিসেবে অপেক্ষায় থাকে এক বিষণ্ণ স্মৃতি
সাড়াহীন কিছু মুহূর্তের চাষাবাদ, ক্লান্তিময় যাত্রায়
কেবলই জেগে থাকে বিনিদ্র রাতের সারমর্ম।

নির্বাসন। অসময়ে পাওয়া ফুলের নির্যাসে ডেকে
চলে একাকীত্বের গল্প, জীবনের কিছু আয়োজন
অবধারিত মুছে যায় শীতের ঝরাপাতার মতো।

No comments:

Post a Comment