Tuesday 3 July 2018

ভ্রমণ

ভ্রমণ
ইমেল নাঈম

থেমে যায় নূপুরের তাল, কেটে গেছে পা...

কোথাও বাজছে তানপুরা, বিষাদের বেহালা
মুছে দাও বাঁধন, আলগা হোক চাওয়াগুলো
ডায়রিতে জমা থাকুক মন খারাপের কবিতা

প্রেমের তাল কেটেছে গত ফাগুনে, মধু মাস
গেলো গরমের তাপে, কোথাও রাখো নি দাগ
দিনের হিসেবে জমছে অবহেলা... অভিমান
মুছে দিলে নিজের জন্য আর কিছুই নেই

বিগত দিন কেটে গেছে হিসাবের খাতায়
অবহেলায় জমেছে দুঃখের চড়ুইভাতি
কথার পিঠে কেবলই শুনি বিচ্ছেদের গান

থেমে যায় তাল, মূর্ছনা মুছে যায় বৃষ্টিতে
নিখাদ শব্দের কাছে নতজানু হয়ে ফিরি
ময়ালদের কাছ থেকে এনেছি মুখোশ
এরপর দলচ্যুত হয়ে গেছি সবার থেকে

মুখোশের আড়ালে থাকে আরেকটা মুখোশ,
তাকে মুখ ভেবে ভুল করছে সবাই বারবার
মূকাভিনয় দেখে বুঝতে পারো নি এখনো
মুখোশ পরে ঘুরছি আমি তোমাদের শহরে।

No comments:

Post a Comment