Saturday 14 July 2018

প্রলেতারিয়া সময়

প্রলেতারিয়া সময়
ইমেল নাঈম

হারিয়ে যাবার আগে বিসর্জন থাকে
থোকায়থোকায় লুকোনো প্রতারণা— স্তব্ধ
মুহূর্তগুলো কোলাজ হয়, ব্যান্ডদলের বাদ্যতালে
ফিরে আসে বিগত দিনের অপমানগুচ্ছ।

স্বাধীনতাকে বুঝতে গিয়ে ভুলপথে হেঁটেছি
নির্ভরতাকে পুরনো নামে ডেকেছি— অতীতকে
টেনেহিঁচড়ে নিয়ে এসেছি সবার সামনে— দ্বিধাহীন,
পলাতক জীবনে প্রতিটি স্তরে লুকনো অভিমান

মান অভিমানের রেশ ধরে ক্রমশ হারাচ্ছি দূরে
পথের শেষটুকু আজো জানা হয় নি আমার
আয়না দেখে নিজেকে মাপতে শিখি নি কখনো
গুণগুণ করে গেয়ে যাচ্ছি চেনাজানা গান—
“When you find love / And it gets away
If it comes back to you / Then it'll stay”

ব্যখাত মুহূর্তগুলো চোখ মেলে তাকায়
অপমানগুলো অট্টহাসিতে ভরিয়ে দিচ্ছে
ছায়ার সাথে কথোপকথনে উঠে আসে জীর্ণ দেহ
থেমে যাবার আগে দপ করে জ্বলে ওঠার প্রবণতা
প্রলেতারিয়ার মতো ভেসে যাই— সর্বনাশা
সুর ভেসে বেড়ায়— দৃষ্টির বাইরে, সীমান্তে সীমান্তে।

No comments:

Post a Comment