Friday 20 July 2018

প্রার্থনা

প্রার্থনা
ইমেল নাঈম

চুপিসারে নেমে আসে ব্যথা, ঘন ক্ষতস্থানে
প্রলেপ মাখতে বসে ভুলেছি দাঁড়ি কমা
পলেস্তারা খসলে বেরিয়ে আসে রূপ
রেখাপাত করে জীবনের নীল আয়োজন

ভুলের মাশুল গুনতে বসে হঠাৎ করেই
আবিষ্কার করি আমি এক ভুল নাবিক
যাত্রাপথে কেবলই ভুল কম্পাস এঁকেছি
লাইট হাউজের চেয়ে সরে গেছি দূরে

নিজেকে নিয়ে এরবেশি বলার নেই—
ক্ষতস্থানে পুডিং লাগিয়ে ভুলেছি দুঃখ
অচেনা একটা হাসি ফেরি করছি
মাথাভরা দুশ্চিন্তা, কোনো বার্তা নেই।

চোখেমুখে ক্লান্তি, বয়ে যাচ্ছি নিজেকে...
বার্তায় ছড়িয়ে দিচ্ছি বিপদ সংকেত
সাইরেনে মুখরিত হচ্ছে ভুল সঙ্গীত
ঘণ্টা পেরিয়ে যাচ্ছে পৃথিবীর নিয়মে
আমি ঢুকে যাচ্ছি সাগরের আরো গভীরে।

নীল রঙে ঝিকিমিকি আলোর বিচ্ছুরণ
কিছু কথা রেখে যাও এই জাহাজে
এখনো পাটাতনে উঠে আসে সহযাত্রী
বিমর্ষ মুখ দেখে তারা শব্দ করে না,
বুঝে নেয় এসে গেছি পতনের সন্নিকটে।

সন্ধ্যায় শুরু হয় পবিত্র বাইবেল পাঠ
মৃত্যুর আগে ঈশ্বরকে পাঠালাম কবিতা
যেখানে লেখা ইসাবেলা'র কথা—
শেষ দেখেছিলাম ছয় মাস আগে,
এরপর থেকে রক্তের সাথে মিশে গেছে

ঈশ্বরকে বলে দিয়েছি ভালো হোক তার,
তার সংসার হোক অনাবিল আনন্দের...

No comments:

Post a Comment