Tuesday 6 June 2017

গ্রহবিদ

গ্রহবিদ
ইমেল নাঈম

ফুরিয়ে যেতে যেতে লিখে ফেলতে পারো বিচ্ছেদের কবিতা
কী কথা বলার ছিলো ভাবতে ভাবতে পেরোও ব্যস্ত সড়ক,
ভাবনার করিডোরে ত্রিমাত্রিক বিন্যাস এঁকে ভাবো দায়িত্ব শেষ
বিসর্জনের গল্পে মুহূর্তগুলোকে রিকল করে সামনে আনো

দেখো কতটা দাগে ক্ষতবিক্ষত হয়েছে শার্টের পকেট
বিভ্রম কাটাতে লিখে নাও কয়েক ছত্র প্রেমের কবিতা
শিরোনামে লিখো আমার নাম, প্রাপ্তিটুকু স্বীকার করবো

এন্টিসেপ্টিক ক্রিম মেখে ক্ষতকে মুছে দিয়েছি আড়ালে
অতলে পোড়া দাগ, ক্ষত বিক্ষত স্মৃতির রোমন্থন
প্রেম হারালে নদীরাও স্রোতহীন, শ্রোতাহীন পাড় লিখে
রাখে ব্যর্থ ধ্রুপদী গানের সুর, তা মিলিয়ে যাচ্ছে আবীরে।

বুভুক্ষু হৃদয়ের শিরোনাম শুনি, ভয়ে চমকে উঠি অবেলায়
অবহেলার কারণে অনেকদিন বৃষ্টি নামেনি শহরে, উষ্ণতা
ছিঁড়ে খায়, তোমার আমার দূরত্ব বাড়ছে ক্রমাগত
দৃশ্যমান জায়গার পরিমাণ দুহাত, অদৃশ্যমান আলোকবর্ষ।

আমি গ্রহ নক্ষত্রের হিসাব করতে বসি বিরহের সঙ্গীতে।

প্রকাশকালঃ ২৩ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment