Sunday 25 June 2017

দাবাড়ু
ইমেল নাঈম

চলে যাও। পুরনো তানপুরাটা ফেলে দিয়েছি
কী দরকার অহেতুক ভিড় ঠেলে শূন্যতা আঁকার
মেঘলা দিনে আকাশও সাজছে বড়ো জ্যোতিষী

মিলে যায় প্রতিবেশীর কুকুরের হাঁকডাক,
হাতের কড়ে গুণে রেখেছিলাম গত শীতের প্রলাপ
প্রহসনে শব্দের কোনো স্পন্দন বাকি  থাকেনা

টানা বৃষ্টিতে অনেক আগেই মুছে যাবার কথা।
হলুদ উঠোনে ধ্রুপদী নৃত্যে ব্যস্ত প্রাচীণ জলধারা
ভিজছে অদৃশ্যমান যা কিছু আছে তার পুরোটা
শূন্যতার দুর্জয় শক্তিকে উপেক্ষা করে থেকোনা।

মধ্যরাতের ঝুমঝুম বৃষ্টিতে ঝাঁঝালো রেশ থাকে,
কিছু কবিতার লাইনের জন্ম হয় এমন সময়ে।
নষ্ট, সদ্যভেজা তানপুরাটাও বাজতে শুরু করে
করুণ সুরে, ওদিকে বাজনা বাদকও দাবার শেষ
চাল সম্পন্ন করে আমার দিকে তাকিয়ে হাসছেন।

কাল্পনিক দৃশ্য শেষ হবার পরও ঘামছি… আমি...

প্রকাশকালঃ ১১ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment