Wednesday 28 June 2017

সার্কাস

সার্কাস
ইমেল নাঈম

স্পর্শ মুছে যায়, পলিতে ভরে যায় উঠোন
নেই নেই করেও অনেককিছু নিয়ে পূর্ণ
পাপ পুণ্যের হিসাব রাখা নেই, করতলে
রাখা দাম্পত্যকাল, ঠোকাঠুকি করে শুধু।

উড়ুক্কু সময়ের মাপজোখ, আশ্বাস জন্মায়
কর্পূর মিলিয়ে যায় একবিন্দু আশা নিয়ে
হারিয়ে ফেলেছি প্রাপ্তিগুলো খেলার মাঠে
ছিঁড়ে খাচ্ছে হাপিত্যেশ জমানো আবেশ...

ভাগ করতে গিয়ে দেখি নিজেই ভগ্নাংশ
সরু চাঁদের ক্ষণস্থায়ী আয়ু, আনন্দ দিয়ে
মিলিয়ে যায়, তার জন্য অপেক্ষা করছি...

আনন্দ উৎযাপনের কোনো স্পষ্ট কারণ নেই
নিজের সাথে নিজের সম্মোহন করে চলি
যেনো রিংমাস্টারকে অনুসরণে ব্যস্ত ক্লাউন।

বিষণ্ণতাকে মুছে দিতে চাইলে মোছা যায়না
আরো কয়েক পেগ পেটে গেলে জীবনের
মানে ঘোলাটে হতে হতে শূন্যতায় মিলায়

জীবনকে সার্কাসের দু'ঘণ্টার শো মনে হয়,
রিংমাস্টারের আজ্ঞাবহ, বিনোদনের দাস
ভেবে পার করে দিতে হয় দাম্পত্য জীবন।

প্রকাশকালঃ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment