Tuesday 20 June 2017

বৃষ্টির শেষে

বৃষ্টির শেষে
— ইমেল নাঈম

দীর্ঘ বৃষ্টির পরে রোদ উঠলে দানা বাঁধে সন্দেহ
মেঘ সরলে সূর্যের আলো নয়, ছুটে আসে আক্রোশ
রোদের তীব্রতার সাথে সাথে আড়ালে চলে যাও
মুহূর্তরা ক্রমশ জড়ো হয় জানালার কোণে,
স্যাঁতস্যাঁতে কার্নিশও লিখে রাখে অভিমান।

দীর্ঘ বৃষ্টিতে কর্পূরের মতো মিলিয়ে যায় মোহ
শোকস্মারক হিসেবে মুঠোয় বন্দী শুকনো চেরি ফুল
রোদ্দুর গান গাইতে গাইতে চলে গেছে দৃষ্টির ওপারে

বৃষ্টির সময়ে জলের শব্দে ভেসে আসে মোজার্ট
জানালায় কান পেতে শুনি, নৈঃশব্দ্যের সঙ্গীত
মেঘ জমছে, আমিও গুণগুণ করে গাইতে থাকি…
হিসাবের বাইরের অনুরণনে ক্যানেস্তারা শুনি।

যুদ্ধাহত হই, দীর্ঘ বৃষ্টির পরে রোদেলা দিনের
কোনো মাহাত্ম্য থাকেনা, আকাশ দেখতে দেখতে
মিলিয়ে যাই, সুরেলা শব্দের কাছে — কল্পনায়।

কল্পনার রাজ্যে ভাসতে থাকে ঝুমবৃষ্টির সিক্যুয়েল।

প্রকাশকালঃ ০৬ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment