Thursday 1 June 2017

খেলোয়াড়

খেলোয়াড়
— ইমেল নাঈম

উঠোন পেরিয়ে যাই মৌন সময়ের সন্ধানে
স্তব্ধ সময়ের হাতেখড়িতে ভুলকে জানাই বিদায়
রোজ নিজের কাছে ফিরে আসে যে শব্দরা,
তাদেরকে ঠিকঠাক চিনতে পারিনি আজও।

তারা বোহেমিয়ান হয়ে ঘুরে ফিরে, আসার সময়
মুঠোতে রাখে ফুল, ঠোঁট কালো — পুড়ে গেছে তামাকে
চোখগুলোতে কোনো ব্যঞ্জনা নেই, ভবঘুরে প্রাণ
তাকিয়ে থাকে নির্বিকার, নির্বিষ, উদ্দেশ্যহীন।

উপচে পড়া সময়ের ভাজে কোনো রূপক নেই
ধ্রুব সত্যের সামনে এসে থমকে দাঁড়াই,
পথ জানেনা কিছু জায়গায় দাঁড়ানোর মানে
ভোরের রাশিফলেও অনেক ভুল তথ্য লুকোনো

ইতিহাসের পরতে পরতে জমাটবদ্ধ অভিমান
অলিপিবদ্ধ থাকে কেবল হেরে যাবার গল্প।

ম্লান মুখ আয়না দেখেনা অনেকদিন
প্রতিবিম্বজুড়ে শুরু ব্যর্থতার রূপকল্প, ভেস্তে
গেলে টিকে থাকে আয়না, সামনে মুখ নেই
প্রতিবিম্বরা আসন পেতে নেয় মদের গ্লাস হাতে
ঘরের কোণে পড়ে থাকা সৌখিন ক্যাকটাস —
সুযোগ পেলে সেও হয়ে যায় দাপুটে খেলোয়াড়।

প্রকাশকালঃ ১৮ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment