Friday 23 June 2017

দৃশ্যপট

দৃশ্যপট
ইমেল নাঈম

মুছে যাচ্ছে পেন্সিলের দাগ, বিরতিহীন যাত্রাপথে
পেরিয়ে যাচ্ছে আমাদের গাড়ী, ফোর লেন সড়ক
পেরিয়ে যাই সবুজের খোঁজে, রাস্তার দু'ধারে
বৃক্ষের সারি টুপি খুলে দাঁড়িয়ে, সূর্যের প্রখরতা
মুছে যায় গতির কাছে, বাতাস কেটে ছুটেছিলাম।

মেঘ জমেছে, কিছু আর্দ্রতা লিখে রেখেছি প্রণয়ে
মণিকোঠায় উত্তাপ ছড়ায় শিহরণ, মেঠোপথের
আবেশ নেই, ভগ্নাংশ চাঁদের সৌন্দর্য নিয়ে
দাঁড়িয়ে গ্রাম। নাগরিক আঁচড় নিয়ে ক্ষতবিক্ষত
রাতের বেলা মাদুর পাতিয়ে আড্ডার জন্মপাঠ।

হঠাৎ চোখ পড়ে আকাশে অগুনিত তারার মেলায়
চুপচাপ স্বর্গ থেকে নেমে আসেন এস এম সুলতান
কল্পনায় অনুভব করি তিনি খোলাহাতে ভরিয়ে
দিচ্ছেন আকাশ, সেই ক্যানভাসে রাঙিয়ে চলেছি।
থেমে যায় কোলাহল, আবার গুটিয়ে নিই নিজেকে

ঘোরের বশে অনেক দৃশ্যকে পরাবাস্তব মনে হয়
চারপাশটা ঘোলাটে হতে হতে মিলিয়ে যায় তারা
সুবহে সাদিকের সুরটা ঠিক অন্যরকম, গতরাতের
চেনা দৃশ্যের সাথে মেলাতে পারিনা কোনোভাবে...

প্রকাশকালঃ ১০ আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment