Friday 9 June 2017

সন্ধ্যার ব্লুজ

সন্ধ্যার ব্লুজ
ইমেল নাঈম

গিটারের স্ট্রিং ছিঁড়ে গেলে নতুন সুরের জন্ম হয়
লোডশেডিংয়ের ফাঁকগলে যে সন্ধ্যা নেমে আসে
তাকে শুনিয়ে যাচ্ছে এক অষ্টাদশের কিশোর
ঝুল বারান্দার ওপারে কেউ নেই, শূন্যের আড়াল।

বিকেলের কোমল রোদ বাড়িয়ে দিচ্ছে তেজ
ছাদের দৃশ্যে কেউ দাঁড়িয়ে, অপেক্ষায় চিত্রশিল্পী
মানে নেই জেনেও হাত বাড়ানোই স্বভাব,
ভেসে আসেনা গুণগুণ, কী গাইছে জানেনা কান

সন্ধ্যার ব্লুজে হারমোনিকার করুণ সুর নেই
গৎবাঁধা কিছু কর্ড ঝড় তুলে গ্রীষ্মের বিকেলে
শ্রোতাহীন গান, স্রোতহীন সমুদ্রের কাল্পনিকতায়
অধীর আগ্রহে অপেক্ষা করে চূড়ান্ত প্রেমের।

সূর্য মুছলে ফিরে যায় ঘরে, প্রেম এঁকেছিল কে?
গিটার? নাকি সুদর্শন? গিটারের টুংটাং তো
গোপনে এসে দাঁড়ায়নি পাশে, সেও তো জানেনা
দুটো চোখ বেদুইন হয়ে ঘুরছে মরুভূমিতে।

রাতে কবিতার খাতা, ল্যাপটপে রাখে স্মৃতি
কবিতায় নামকরণ করে প্রেমিকের, গিটারের
স্ট্রিং বেয়ে নেমে আসে ব্লুজ, আদুরে মখমলে।

প্রকাশকালঃ ২৬ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment