Sunday 4 June 2017

উপলব্ধি

উপলব্ধি
ইমেল নাঈম

মোহ ভাঙার প্রাক্কালে জারী থাকে নৈঃশব্দ্য
ম্লান মুখ রেখে দিয়েছে ব্যাখ্যাত অভিমান
স্বপ্নের পেগাসাসে উড়ছে কেবল অবক্ষয়
ক্ষয়িষ্ণু ধারাপাতে রক্তাক্ত ইতিহাস লিপিবদ্ধ

হারার মন্ত্র শিখেছে কবিতা, নেই আনন্দোৎসব
কেউ মাছরাঙা পাখির ঠোঁটে লিখেছে ভালবাসা
পথ পেরোয় দূরান্তে, পরে থাকে পায়েরছাপ
নূপুর পায়ে নাচছে ঘাসফড়িঙ, প্রজাপতির
ভিড়ে কিছু কথা ব্যঞ্জনার জন্ম দিয়ে পালায়।

সম্পর্কের টানাপোড়নে একক নায়িকা থাকেনা
একক মূকাভিনয় চলতে থাকে, প্রতিনিয়ত
নিজেকে অতিক্রম করে যাই, মাইমোগ্রাফ
দেখে বিস্মিত হই, দেয়ালে টাঙানো ফটোগ্রাফ
অস্তিত্ব প্রকাশ করে যেভাবে, ঠিক সেভাবে
নিজেকে জানান দিতে দিতে ক্লান্ত।

ভুল আবেশে যদি ভালোবাসা নেমে আসে
সেদিন ঝরে যাবে ইস্পাহানের সব গোলাপ
স্ট্যাচুগুলো শ্রীহীন দাঁড়িয়ে থাকবে মোড়ে
সভ্যতার পাঠ ভুলে যাওয়া প্রাণীদের দলভুক্ত
হলেও বলবো, মানুষ ভালবাসতে শেখেনি।

প্রকাশকালঃ ২২ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment