Saturday 17 June 2017

লুকোচুরি
ইমেল নাঈম

থেমে যাবার আগ মুহূর্তে দৌড়তে শুরু করি

কিছু শব্দ মৌন হতে গিয়ে ভুলেছে গতিপথ
প্রাণহীন ছুটে চলায় আঁকতে থাকি পোর্ট্রেট

শব্দের কাছে মিনতি, গাছদের অসুখ নেই
ভিজে যায় তারা আমাদের বিপ্রতীপে,

গাণিতিক আঁকাজোকায় কেবল বিষাদ বয়
পলেস্তারা খসলেই বেরিয়ে আসে ভিতর
কালোকে কতটুকু ঢেকেছো ডিসটেম্পারে

আলোর মতো পরিস্কার অথচ কী সুস্থির!
আমিও ব্যথা ঢেকে রাখি নাগরিক সিমেন্টে

No comments:

Post a Comment