Wednesday 14 June 2017

মার্চপাস্ট

মার্চপাস্ট
ইমেল নাঈম

থামলে বাড়ে আর্তনাদ, ঘুমের ঘোরে
নেমে আসে মাটি। পাহাড় ধ্বসলে কী থাকে!
সমতলে চেপে দিলো অজস্র মুখ,
ক্রমান্বয়ে দুর্বল হতে হতে এই পরাজয়।

পাহাড় ধ্বসার আগে কেইবা জানতো —
এই ঘুম শেষ ঘুম, সুবহে সাদিকের সময়
পেরিয়ে যায়নি তখনো, পাখিদের কলরব
শোনা যাবেনা আর, বৃষ্টির হিংস্র সিম্ফনি...

পাহাড় ধ্বসলে মুখ বিক্রি হয় বোকা বাক্সে
টাকার বিনিময়ে মিলে নীতিকথার আসর
পাহাড় কাটছে যারা, তাদের শেষকৃত্যের
অপেক্ষায় দাঁড়িয়ে অসময়ের বৃষ্টিপাত,

পাহাড় ধ্বসলে সবুজের কথা মনে পড়ে
বৃক্ষের প্রয়োজনীয়তার ব্যাখ্যাও মেলে
ছিদ্রান্বেষণ হয় দোষ পরিমাপ করতে বসে
পাহাড় ধ্বসলে আর কীইবা অবশিষ্ট থাকে?

অতটা জানিনা, নেই বিষদ ব্যাখ্যা। জানি —
আমার শহরে ছুটে চলে মৃতদের মার্চপাস্ট

প্রকাশকালঃ ৩১ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment