Thursday 15 June 2017

চে'র জন্য কবিতা

চে'র জন্য কবিতা
ইমেল নাঈম

টিশার্ট, ব্যানার আর ফেস্টুন থেকে বেরিয়ে এসো
মার খেতে খেতে ক্লান্ত পৃথিবী ঘুরে দাঁড়াতে ভুলেছে
টাকার কুমির গিলছে জাগতিক বেশ্যালয়, দাসত্বের
সার্টিফিকেট নিয়ে দৌড়ছি আত্মত্যাগের ক্যানভাসে

পৃথিবী অনেকদিন নতুন কোনো রূপকথা লিখেনি
সঙ্গী সাথীরাও একে একে নিভিয়ে গেছে মোমবাতি
পাহাড়ি রাজপথ, গহিন বনাঞ্চলে জন্ম হয়েছিলো
যে স্পন্দনের, তার মুখে লাগাম টেনেছে শকুন,
ঘোড়ার গায়ে জিন চাপিয়ে স্তিমিত করেছে স্বপ্ন।

অর্ধ জাগরণে কেটে যায় নিদ্রাহীন রাত, মধ্যরাতে
শোনা যায় দোপেয়ে শুয়োরের নাকডাকা, দিনের
আলো বাঁধা দিতে পারেনি পুঁজিপতির আস্ফালন
দুস্থের রক্ত ঝরছে এখনো, আঁচল ছিঁড়ছে নারীর,
থামছেনা কিছুতেই, মহামারিতে ছেয়েছে পৃথিবী।

বিজ্ঞানের প্রসারে মানুষ ভুলতে বসেছে মানুষকে
ধর্মান্ধদের অশ্লীল দামামায় ঘোলাটে চারিদিক,
হানাহানিতে মানুষ নিজেরাই কাটছে নিজের দেহ
বিপ্লব পরিচিতি পেলো মধ্যবিত্তের আবেগ নামে

স্বপ্নের ঘরে মরচে ধরেছে, গিলে খাচ্ছে আমাদের
আলোহীন সময়ের মারপ্যাঁচ, দ্বিধাগ্রস্থ জীবনকে
বয়ে বেড়াই। কতকাল অপেক্ষা করবে মানুষ!

চে তোমার পুনর্জন্ম হোক বাংলাদেশের কোনো গ্রামে
বিপ্লব টিশার্ট থেকে ছড়িয়ে পড়ুক গহিন বন্দরে
পৃথিবী নিজেকে ভাবতে থাকুক অন্যরকম ভাবে
ভালবাসতে ভুলে যাওয়া মানুষ ভালবাসুক মানুষকে

প্রকাশকালঃ ১লা আষাঢ় ১৪২৪

No comments:

Post a Comment