Friday 2 June 2017

সমতল

সমতল
ইমেল নাঈম

পুণ্যের লোভেই কী সমতল পোড়ায় পাহাড়!
যেভাবে জুম চাষের প্রাক্কালে আগুন জ্বালিয়ে
ভূমিপুত্র'রা আগাছা ছাফ করে ক্ষেতের
ঠিক সেভাবে কী পাহাড়কে পরিস্কার করছে...

ওদিকে সেবকেরা অন্ধত্বের শপথ নিয়ে ক্লান্ত
সর্বদা গৃহপালিত শান্তশিষ্ট, অন্ধত্ব আর বধির
পাহাড় জানে তার বিপরীত রূপ, কলাকৌশল

সমতল চেনে চাকমা, মারমা, মুরং, খাসিয়া
সাঁওতালকে চেনে এদের চেয়ে আরেকটু বেশি
এরা মানুষ চেনেনা, মানুষকে বুঝতে শিখেনি
বৌদ্ধের শান্তির বাণী চাপা পড়ে আবেগে,
মাঝেমাঝে সনাতনদের চেনে সবচেয়ে বেশি।

প্রকাশকালঃ ১৯ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment