Wednesday 7 June 2017

অন্বেষণ


অন্বেষণ
ইমেল নাঈম

হাতের তালুতে আটকে রেখেছো যাবতীয় সুখ।
গলছে অমৃত। খেয়ে নিচ্ছে গ্রীষ্মের উষ্ণতা,
খানিক গল্পের পরে, মুছে দিচ্ছি প্রথম চুম্বন...

অনাবাদী সময়ের সাথে আলাপন জমলেই
প্রান্তিক হতাশাদের আনাগোনা মেলে সহজেই
ঝুল বারান্দায় গড়ে ওঠা চড়ুইয়ের সংসার
দেখতে ক্লান্তি নিয়ে পালাচ্ছি বিকাল থেকে

দৌড়ে বেড়ানোর ভাষা জানা নেই, ছুটছি...
ভাবলেশহীন জীবনের গল্পটা পুরো ধোঁয়াটে
সম্ভাবনাহীন সম্প্রসারিত জীবনের মাপজোখ।

কেবল ভুল... সত্যের অন্বেষণে ব্যস্ত থাকি
আয়নায় সামনে দাঁড়াই, সেও মিথ্যে বলে
খুলে সকল আবরণ, আদিম সময় ডাকে
পরিযায়ী পাখিদের আলাপনে বিভ্রম লিখি

দিন শুরুর গল্পরা মুছে যায়, অন্বেষনে টিকে
কেবল গোলাপ থেকে ঝরা একগুচ্ছ পাপড়ি।

প্রকাশকালঃ ২৪ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment