Monday 26 June 2017

পথের শেষপ্রান্তে চুরি যায় সোনালী রোদ
কষ্টিপাথরের ভাগ্য গণনায় সিনেমার সংলাপ
বিষণ্ণতাকে ছুঁড়ে ফেললে আকাশ দেখতে হয়
মেঘ ছুঁয়ে যায়, মেঠোপথ নিজেও খুব ক্লান্ত

ব্যাটারি চালিত ইঞ্জিন রিকশাতে পাড়ি দিই
আঁকাবাঁকা ইটের সলিং, পাকা, আধপাকা সড়ক
মাঝে উত্তাল সাগরের ঢেউ আঁকছে গ্রাম্য পথ
সিগন্যালবিহীন সময় কেবল মেঘটুকু ছুঁতে চায়...

অহেতুক রোদ ছুঁয়ে দেখে খামখেয়ালী সকাল
দুপুরের তেজ নিষ্ক্রিয় হয় গাছের ছায়ায়
শানবাঁধানো ঘাট, শান্ত জলের অখণ্ড অবসর
লিপিবদ্ধ করি পুরোনো ডায়রির পাতায়,

হিসেবের খাতা থেকে মুছে দিতে থাকি দিন
সেইসাথে মুছতে থাকে সারাদিনের ভাগ্যলিপি
জানি -- হাতের রেখায় কোনো সুসংবাদ নেই
আঙুলের কড়ে গুণে রাখি বিপদ সংকেত

ফ্লুয়িডে মুছে দিই কালো লেখা, শাদা দাগটিও
কলঙ্কের মতো জ্বলজ্বল করে আমার চারপাশে।

প্রকাশকালঃ ১৩ জ্যৈষ্ঠ ১৪২৪

No comments:

Post a Comment