Thursday 16 March 2017

স্বেচ্ছামৃত্যুর আগে বা পরে

স্বেচ্ছামৃত্যুর আগে বা পরে
ইমেল নাঈম 
 
কবি, স্বেচ্ছামৃত্যুর ঠিক আগ মুহূর্তে আপনি কার কথা ভাবছিলেন?
নিজেকে, পরিবার, বন্ধুবান্ধব, আত্মীয়স্বজন, কবিতা কিম্বা অন্যকেউ....
কার কথা ভাবতে ভাবতে হঠাৎ করে নিয়ে ফেললেন এমন সিদ্ধান্ত
আচ্ছা ধরুন সব আপনার মনমত, এতে কী জীবনের কোনো অর্থ আছে?

ভাবতে ভাবতে লিখে ফেললেন কবিতা, কিম্বা বিচ্ছেদের কোনো গান
রাতের খাবার খেয়ে এক গ্লাস দুধ খেতে খেতে ভাবতে পারেন
মৃত্যু আর জীবনের মাঝে ঘূর্ণায়মান শব্দগুলোকে...ভুলে যেতে পারেন
যা কবিতায় বর্ণিত জীবনের আনন্দপাঠ থেকে বঞ্চিত হবার ক্ষণ

এবার উলটোভাবে ভাবুন, স্রোতের বিপরীতে দাঁড়ান, ভাবুন জীবনের
সুন্দরটুকু উপলব্ধি করতে মৃত্যুর আয়োজনের গুরুত্ব। এরই মাঝে
ভাবতে পারেন আড্ডা মুখর পরিবেশে বন্ধু বান্ধব বা পরিবারের মুখ।

কবি আপনার প্রতি একটা ছোট্ট অনুরোধ স্বেচ্ছামৃত্যুর আগে অবশ্যই
চাঁদনিরাতে প্রিয় কবিতাপাঠ করে শোনাবেন ঝিঁঝিঁপোকার সমাবেশে
মন যা চায় তাই করে দেখবেন সমাজের অগ্নিচোখকে পরোয়া না করে
কবি এসব কাজ সমাপ্ত না করে ভুলেও মৃত্যুকে আলিঙ্গন করবেন না,

  কবি আপনি বলুন স্বেচ্ছামৃত্যুর পর আপনি এখন কার কথা ভাবছেন?
নিজেকে? পরিবার? বন্ধুবান্ধব? আত্মীয়স্বজন? কবিতা? বা অন্যকেউ?

প্রকাশকালঃ ২ চৈত্র ১৪২৩


No comments:

Post a Comment