Monday 20 March 2017

জিজ্ঞাসা

জিজ্ঞাসা
― ইমেল নাঈম


সতর্ক বাণী ভেসে আসে পত্রিকার পাতাজুড়ে
হাহাকারের ভাষায় লিপিবদ্ধ নতুন কোনো গল্পে
সভ্যতার পাঠ ভুলে গেছে গৃহবন্দী পাখি।

অভিমান নেই, জড়তা অনেক। সবকটা বৃত্তে
শুধুই অভিমান জন্মায় না, কিছু বৃত্তজুড়ে
অবিরাম বাজতে থাকে সর্বহারাদের সঙ্গীত।

দুঃসময়ে কার দিকে আঙুল তোলো হে স্বপ্নদ্রষ্টা?
কাকে প্রশ্নবাণে আহত করতে গিয়ে নিজেই ব্যর্থ
শূন্যতার মাপকাঠিতে নিজের দিকে তাকাও,

নিজেকে ধুলোর আবরণে খুঁজে দেখো,
ভাবো ― কী পেলে, তার বিনিময়ে কী হারালে
বিনির্মাণে টিকে থাকে খোয়াবনামার মোচ্ছব।
মাৎস্যন্যায়ে দুঃখরা গিলে খায় একে অপরকে

অ-গচ্ছিত হিসাবে থাকে পাওয়া না-পাওয়ার গল্প
কাটাকুটি খেলায় পার করে দিই নিজের দিন
এরপর নিজের বলে আর কীইবা থাকে বলো!

প্রকাশকালঃ ০৫ চৈত্র ১৪২৩

No comments:

Post a Comment