Tuesday 21 March 2017

অন্ধের জন্য কবিতা


অন্ধের জন্য কবিতা
  ইমেল নাঈম

অবিশুদ্ধলোকে বেঁচে থাকার খুব ইচ্ছে হয়, হন্য হয়ে খুঁজে ফিরি
বিশুদ্ধ অক্সিজেন আর সবুজ পাতার সালোকসংশ্লেষণের আবাসন,
এর বাইরে কিছু শব্দ মৌন হতে জানে। তাদের জানাই কুর্নিশ!

সময়ের মারপ্যাঁচে অনেক ইতিহাস, সেগুলোর সবটুকু বর্ণিত নয়,
এরমাঝে কিছু ব্যবচ্ছেদ জন্ম নেয় কবিতার মতো করে,
কেউ চায় হাতে পড়ুক হাতকড়া, পায়ে বেড়ী, কবিতা হবে আজ্ঞাবহ
কবিতা হবে অনুগত, রচিত হবে রাষ্ট্রীয় প্রণোদনায় সুখের আবাদ,

কলমের কালিতে যে শক্তি তার বিরুদ্ধে ক্ষমতার প্রকাশ ঘটাও
দুটো মিলিয়ে যেই প্রাণের সন্ধান পাওয়া যাবে তাতে বের হবে
নতজানু সময়ের শ্লোগান। রুদ্ররা ভোলে না উদ্ধত তর্জনীর সুর
রাষ্ট্রকে ধুয়ে দিতে পারে যে কলম তাকে আটকাও ছলেবলে

কেনো ভুল পথে উড়ে যায় তোমাদের অন্ধ যুদ্ধবিমান
ভুল পথে উড়ছে শাদা পায়রার দল। ধর্মের মোড়কে অধর্মের
আবাসনকে ছুটি দিয়ে দাও দ্বিধাহীন চিত্তে। রেখে দাও কিছু গোলাপ
দেখো কেউ কী আসে কিনা কাঁটা ঘেরা পথ মাড়িয়ে।

মুখকে খুলতে দাও দিন শেষে, স্বপ্নদ্রষ্টা বলুক তার কাব্যকথা
তাকে মেনে নাও অন্ধের সেবক, কিছুটা রোদের জন্ম লিখা হয়
কিছু শব্দ থাকে আলোর সন্ধানে মত্ত, তাকে চিনেনি অন্ধের দল।


প্রকাশকালঃ ৭ চৈত্র ১৪২৩।

No comments:

Post a Comment