Wednesday 22 March 2017

গল্পের সমাপ্তিতে

গল্পের সমাপ্তিতে
― ইমেল নাঈম


ভগ্নাংশের প্রহসন। পুরোটা পর্দা খুলে দেখিনি পর্দানশীন
বিমূর্ত রূপে কখন থেমে যায় জীবনের উল্লাসধ্বনি
কার কাছে দিব্যি খেয়েছিলে সোনালি পরশপাথর
ঘুরতে ঘুরতে একদিন দেখি দাঁড়িয়ে শুরুর বিন্দুতে

কপাল! তোমার উপরে বিশ্বাস নেই, নেই অবিশ্বাসও
মেহমানের মতো তুমি এসে হেসে-খেলে যাও শরীরজুড়ে
যান্ত্রিক প্রহসনে গল্প থাকে, থাকে ওষুধবাড়ীর যাতায়াতে
কিছু প্রসঙ্গ লীন হয়, নীলচে আলোয় ধরা পড়ে আঁধার

উত্তাপের পরের স্তরে থাকে নাইট্রোজেন শীতলতা
জমিয়ে দিয়ে স্তূপ বানিয়ে ফেলছে আমার গোপনীয়তা
কাউকে বলিনি, কেউ জানেনা শীতলতার বিপ্রতীপে
কিছু নিকাশ বেহিসাবি হয়ে ঘুরছে ঘুড়ির দেশে।

কাটাকুটি খেলায় হেরে যেতে দেখি সন্ধির পতাকা
অকারণে গাইছে বাতাস এক সর্বনাশা ঝড়ের গান,
সন্ধ্যা নামলো বলে দেখিনি নিয়নের সমাবেশে
ডানাভাঙা প্রজাপতি ভুল করে ঢুকে গেছে এই শহরে
উড়তে ভুলে গেছে, প্রান্তিক পথিকের সম্বল মাত্রই পা

সেও বাড়ী ফিরে চলে যায় পথের শেষ না দেখে
দরজার বুক চিঁড়ে এখন আর খেলছে না কোনো নাম
পর্দায় টেনে দেয়া পথের গল্প থামে এভাবেই, অবেলায়…

প্রকাশকালঃ ০৮ চৈত্র ১৪২৩

No comments:

Post a Comment