Friday 3 March 2017

পাখি বৃত্তান্ত

পাখি বৃত্তান্ত
― ইমেল নাঈম


মানচিত্র ভুলে এখনো উড়ে যায় কিছু পায়রা। ঘরে ফেরেনা তাদের কিছু অংশ। জ্বালালি কবুতর তারও একটা ইতিহাস আছে স্মৃতিপটে। লেপটে গেছে অপ্রকাশিত স্পন্দনগুলো। কার পিছনে তাড়া করে ফিরছি ভুলপথে। কেনোই বা এ’ অবেলায় সাজানো পথে থোকায়থোকায় ফুটে আছে বুনোফুল।

তুমি গাইতে ভালবাসো। আমি শুনতে। তুমি গাইতে গাইতে হঠাৎ দেখলাম আমার রংধনু পাখিটা নাচতে তার ঘরের ভিতরে আনন্দে। সেও বুঝে গেছে তোমার আমার রসায়ন। তোমার সখের ব্লু স্কাই পাখিটির নাম দিয়েছিলাম নীলাকাশ। খুব আদুরে আর আহ্লাদ খেতে খেতে তার দিন কাটে খাঁচার বৃত্তে। অথচ উদাস দৃষ্টিতে তারও একটা প্রতীক্ষার গল্প থাকে অপ্রকাশিত।

আবদ্ধ প্রাণ তারও অনুনাদ স্পর্শ করে যায় আমাদের প্রাণ। তারা খুঁজে নেয় নিজের আনন্দ। সুখ দুঃখের অন্তরালে তারাও ভাগ করে নিতে জানে নীরবতা। মৌন আহবান রেখে যায় অব্যক্ত কথামালা। শব্দপুঞ্জে কোনো শিহরণ নেই। জ্বালালি কবুতরের মতো বাকবাকম করতে করতে পেরিয়ে যায় ফেলে আসা মুহূর্তগুলো।

সখের পাখি, প্রেম আর অপ্রেমের মাঝেও কীভাবে যেনো টেনে দিলো রেখা পথ।


প্রকাশকালঃ  ১৮ ফাগুন ১৪২৩।

No comments:

Post a Comment